top1

পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহমান

Published

on

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত ও থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের কান্না, আর্তনাদ ও আহাজারিতে ভারি হয়ে ওঠে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও।

আজ শনিবার (১৭ জানুয়ারি) মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত মতবিনিময়ে শোকাবহ ও আর্তনাদের পরিবেশ সৃষ্টি হয়।

জানা গেছে, গেল ২৫ ডিসেম্বর বিদেশে নির্বাসন থেকে দেশে ফেরার পর বিগত ফ্যাসীবাদী আওয়ামী সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় লোকজনের হাতে গুম-খুনের শিকার হতভাগ্যদের পরিবার-স্বজনদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি মতবিনিময় করলেন তারেক রহমান। মতবিনিময়ের সময় স্বজনদের কান্নায় সংক্রমিত হয়ে বারবার চোখ মুছেন তিনি। মঞ্চেই বসে কাঁদতে দেখা যায় তাকে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সামনে একে একে নিজেদের না বলা গল্প, অপূর্ণতা আর বাবাহীন জীবনের বেদনা তুলে ধরেন গুমের শিকারদের সন্তান ও স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version