ক্যাম্পাস

আইইইই ইবি ব্রাঞ্চেরর নতুন কমিটি গঠন, নেতৃত্বে বুরহান ও সৈকত

ইবি প্রতিনিধি 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারস (আইইইই) এর স্টুডেন্ট ব্রাঞ্চ ও এর অধিভুক্ত দুটি চ্যাপ্টার তথা আইইইই কম্পিউটার সোসাইটি এবং ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন এন্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে আইইই স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারপার্সন ও সাধারণ সম্পাদকনিযুক্ত হয়েছেন যথাক্রমে আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বুরহান জয় ও একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস. এম. সাজ্জাদ হোসাইন সৈকত।

সোমবার (২২ সেপ্টেম্বর) শাখার কাউন্সেলর অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করেন। বিভিন্ন পদে ৬০ জনের অধিক শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।

এদিকে আইইইই কম্পিউটার সোসাইটির চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহজাদা সাজিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলফিকার আলী। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন এন্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) এর চেয়ারপার্সন ও সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন যথাক্রমে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াকুব আলী ও একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ ইসলাম আকিব।

এ বিষয়ে আইইই স্টুডেন্ট ব্রাঞ্চ ইবি শাখার নতুন সাধারণ সম্পাদক এস. এম. সাজ্জাদ হোসেন সৈকত বলেন, আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে নিজেদের অবস্থান আরও দৃঢ় করুক। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিসরে ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা।

চেয়ারপার্সন বোরহান জয় বলেন, নতুন কমিটির মাধ্যমে আমরা আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চকে আরও গতিশীল করে তুলতে চাই। উদ্ভাবন, নেতৃত্ব আর সহযোগিতার চর্চায় আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ হবে তরুণ প্রকৌশলীদের জন্য শেখা ও কাজের এক অনন্য প্ল্যাটফর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version