ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজয় দিবস উপলক্ষে হল প্রশাসনের বিশেষ খাবার আয়োজনকে কেন্দ্র করে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে ফি নির্ধারণে বৈষম্যের অভিযোগে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রশিবির।
বুধবার (১০ ডিসেম্বর) সভাপতি মুহা. মাহমুদুল হাসান স্বাক্ষরিত স্মারকলিপি প্রভোস্ট কাউন্সিলের সভাপতি বরাবর জমা প্রদান করে সংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রশিবিরের দাবি, আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীদের জন্য সমানভাবে ৬০ টাকা ফি নির্ধারণ করতে হবে।
স্মারকলিপিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিশেষ খাবারের কুপন হিসেবে আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ টাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা তাদের দাবি অনুযায়ী ন্যায়বিচারের সংগত নয়।
প্রসঙ্গত, গতকাল প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আবাসিক ৬০ ও অনাবাসিক ১০০ টাকা ফিস্ট মূল্য নির্ধারণ করে নোটিশ দিলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।