ব্যবসা-বাণিজ্য

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

অলটাইম নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে একটি হুমকিপূর্ণ বার্তাও পোস্ট করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকার গ্রুপটি নিজেই তাদের পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এসময় ব্যাংকের ফেসবুক পেজের নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ও কভার ছবিতে হ্যাকার গ্রুপের ছবি বসানো হয়।

হ্যাকাররা দাবি করেছে, তারা ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং শিগগিরই ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানোর পরিকল্পনা রয়েছে। পোস্টে ‘Team MS 47OX’ নামটিও উল্লেখ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আজ ভোরে ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। বিষয়টি সমাধানে আমাদের আইটি বিভাগ কাজ করছে।”

এই ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষ মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেউ কেউ পেজে অস্বাভাবিক পোস্ট দেখা গেছে বলেও জানিয়েছেন। তবে এখন পর্যন্ত পরিষ্কার নয়, এই হামলার কারণে ব্যাংকের অনলাইন সেবায় কোনো প্রভাব পড়েছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version