হাদির উন্নত চিকিৎসার জন্য নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।
আজ বেলা সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁকে আইসিইউ অ্যাম্বুলেন্সে বিমানবন্দরের দিকে নেওয়া হয়।
হাদিকে বহনকারী বিমান। ছবি : সংগৃহীত
গত শুক্রবার ( ১২ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।