আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের রুখে দিতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
নির্বাচনি আপিল শুনানি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আসিফ মাহমুদ বলেন, “ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না। আমরা আইনি লড়াই চালিয়ে যাব। এছাড়া রাজপথসহ সব ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”
প্রয়োজনে নির্বাচনি এলাকাগুলোতে এই ধরনের প্রার্থীদের সরাসরি প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ আরও বলেন, যারা দেশের আইন অমান্য করে ঋণখেলাপি হয়েছেন কিংবা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তারা নীতিগতভাবে সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। এনসিপি নির্বাচনি প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম মেনে নেবে না।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনে প্রার্থীদের আপিল শুনানি চলছে।