আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রস্তুতি ত্বরান্বিত করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন করেছে।৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক মাহমুদ সাঈদ তুষার, এবং সেক্রেটারি হয়েছেন মনির শারমিন। কমিটি মাঠপর্যায়ের সমন্বয়, আইন ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং নির্বাচন মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন:ব্যারিস্টার ওমর ফারুক, সুনামত তাহাসসুম জ্যোতি, তানজিম মাহমুদ, অ্যাড. জাকিরুল ইসলাম মুসা, অ্যাড. হামজা নূর, আকরাম হোসাইন, আলাউদ্দিন মোহাম্মদ, মোহাম্মদ সিরাজ মিয়া, পুষ্পকর রহমান, সাইফুল ইসলাম শিমুল, ফয়সাল মাহমুদ শাহ, তাইফিন কিরণ, ড. কর্নেল (অব.) মো. শফিকুর রহমান, সাদিয়া ফারজানা দিয়া, ফরহাদ সোহেল, আবু সাঈদ নিরব, হামজা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেহরাব উদ্দিন, মো. পুরকুত আলী, মাহফুজুল হকির, আবু বাকের মুন্নাসির, অ্যাড. সাদিক আহমেদ, সাইফ ইবনে সামাদ, কেশব চন্দ্র বর্ধন, নাজিম নজরুল শাহ, সরদার আরিফুল ইসলাম সাগর, ইমরান আহমেদ ও আয়মান রায়হান।কমিটির পুনর্গঠন এ উদ্যোগকে কেন্দ্র করে দলের নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।