top2

গাজা উপত্যকায় নিহত আরও ৭৫ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ২৮৩ জন ফিলিস্তিনি প্রাণ হারালেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিহত ৭৫ জনের মধ্যে চারজন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এছাড়া ইসরায়েলি হামলায় আরও ৩০৪ জন আহত হয়েছেন। এ নিয়ে গাজায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জনে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বহু ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে আছেন। কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও ২৪ জন আহত হয়েছেন। এ নিয়ে সহায়তা সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত ২ হাজার ৫২৩ জন নিহত এবং ১৮ হাজার ৪৭৩ জনের বেশি আহত হয়েছেন।

একই সময়ে ক্ষুধা ও অপুষ্টিতে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ক্ষুধাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে। যার মধ্যে ১৪৭ জন শিশু। গত মাসে আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে এক মাসেই ১৬২ জন মারা গেছেন। এর মধ্যে ৩২ জন শিশু।

মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১২ হাজার ৭২৪ জন নিহত এবং ৫৪ হাজার ৫৩৪ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version