সারাদেশ

গাজীপুরে শিশু ধর্ষণ, পূজামণ্ডপের সহ-সভাপতি গ্রেফতার

ডেস্ক নিউজ

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকায় পূজা মন্ডপের পাশে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত বুধবার (০১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া ভজেন্দ্র সরকার (৫৫) সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপের সহ-সভাপতি। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা-অর্চনা চলছিল। ওই সময় এলাকার অনেকেই পূজামণ্ডপে ছিলেন। ওই মণ্ডপের সহসভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে বুধবার সকাল সাড়ে ১১ টার আশপাশের অন্য শিশুদের সঙ্গে ওই শিশুও খেলা করছিল। এসময় ভজেন্দ্র সরকার শিশুটিকে ডেকে তার কাছে নিয়ে যায় এবং পরে জোরপূর্বক ধরে নিজ বসত ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটির স্বজন ও বড়ভাই ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাধা অবস্থায় উদ্ধার করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং ভজেন্দ্র সরকারকে আটক করে। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। সন্ধ্যায় ওই ঘটনায় শিশুটির মা মোসা. ফাতেমা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরিক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version