ক্যাম্পাস

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

ডেস্ক নিউজ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মৃত্যুবরণ করেছেন। তাকে দেখতে ঢাকা ন্যাশনাল মেডিকেলে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৃত হাসিবুর রহমানকে দেখতে আসেন তিনি। 

এর আগে, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তাঁর খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

এবিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা একসাথে বসেছিলাম।হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে হাসিবুর।  সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম একটি ফেসবুক স্ট্যাটাসে বলেন, সুস্থ-সবল তরুণ এক ছাত্রনেতা, কত স্বপ্ন, কত পরিকল্পনা। কিন্তু কতটা অনিশ্চিত আমাদের জীবন! আল্লাহ ভাইয়ের ভুল-ত্রুটি, সমস্ত গুনাহখাতা মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

মৃত হাসিবুর জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। গোসল শেষে রাত ১২ টায় জবি ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version