top2

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ২ হাজারের অধিক ঘরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন

Published

on

আন্তর্জাতিক ডেস্ক 

জাপানে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গত সোমবার (৮ ডিসেম্বর) রাতে উত্তরাঞ্চলীয় হনশু দ্বীপে এ ভূমিকম্পের কারণে ২ হাজারের বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সূত্র: বিবিসি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার রাত ১১টা ১৫ মিনিটে আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সমুদ্রের তলদেশে ৫০ কিলোমিটার গভীরে আঘাত হনে।

গভীর উৎপত্তিস্থলের কারণে প্রথমে জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পের পর নাগরিকদের সতর্ক করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি বলেন, আপনারা সবাই সামনের কয়েক দিন সতর্ক থাকবেন। কম্পন অনুভূত হওয়ামাত্র যেখানেই থাকুন— তাৎক্ষণিকভাবে যেন বাইরে বেরিয়ে পড়তে পারেন। সেই বিষয়ক প্রস্তুতি রাখবেন। ভূমিকম্পের কারণে নিজেদের মূল্যবান সম্পত্তি-আসবাবপত্র যেন ক্ষতিগ্রস্ত না হয়— সে বিষয়েও সতর্ক থাকবেন।

রয়টার্সের বলে, সুনামি সতর্কতা জারি হওয়ার পর আওমোরি ও আশপাশের উপকূলীয় এলাকা থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version