ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বিশাল জয়, ভিপি সাদিক, জিএস ফরহাদ

আলটাইম নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশাল ব্যবধানে জয় লাভ করেছে শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। সংগঠনের কেন্দ্রীয় ও হল সংসদগুলোর অধিকাংশ পদে জয় পেয়েছেন তারা।

এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে মোঃ আবু সাদিক ওরফে সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ নির্বাচিত হয়েছেন।এছাড়া, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মোঃ মহিউদ্দিন খান।

বুধবার সকাল সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে রাতভর গণনা চলে।

ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও জয় পেয়েছেন একই প্যানেলের মোঃ মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।

এদিকে নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের একটি অংশ। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। 

নির্বাচনে উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের ১ হাজার ১০৩ ভোট পেয়েছেন।

তবে নির্বাচনে কারচুপির সব অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ফলাফল ঘোষণার পর তিনি সাংবাদিকদের বলেন, “কোনো ধরনের কারচুপি হয়নি। এটি একটি মডেল নির্বাচন হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version