নারী

নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৬ তম আবর্তন) ও তাঁর মা ফাতেমা বেগমকে নিজ বাসায় হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

জানা যায়, কুমিল্লা নগরীর কালিয়াজুড়িতে নিজ বাসায় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে । তবে ঠিক কি কারণে হত্যা করা হয়েছে তা জানেন না মৃতের স্বজনরা। নিহতের ভাই জানান, গতকাল রাত ১১ টায় বাসায় গিয়ে দেখি রুমের দরজা খোলা। প্রথমে মনে করেছি হয়তো ভুলে খোলা রেখেছে। ভিতরে গিয়ে মা ও বোনের লাশ পড় আছে।  পরে আমি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানাই।

 এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। মৃতদের গায়ে কোন আঘাতের ও চিহ্ন নেই। পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, তদন্তের পর বলা যাবে। এখন মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “খুবই দুঃখজনক। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিষয়টি খোঁজখবর নিচ্ছি। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version