top3

প্রার্থিতা নিয়ে আপিল শুনানিতে পক্ষপাতিত্ব করা হয়নি: সিইসি

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে টানা নয় দিনের আপিল শুনানি শেষে প্রার্থী, আইনজীবী ও সাংবাদিকসহ সকলের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘নয় দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা চাই। নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো পক্ষকে সুবিধা দেওয়ার জন্য ইসি রায় দেয়নি।’

এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ মন্তব্য করেন, ‘আইন অনুমোদন করায় অনেক ক্ষেত্রে মনে কষ্ট নিয়ে আমাদের ঋণখেলাপিদেরও বৈধতা দিতে হয়েছে।’

এর আগে গত ১০ জানুয়ারি এই আপিল শুনানি শুরু হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version