চীনের ক্রমবর্ধমান নৌতৎপরতা এবং বাংলাদেশ–পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন একটি নৌঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই ঘাঁটির মাধ্যমে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে ভারতের সামুদ্রিক নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হবে।হলদিয়ার বিদ্যমান ডক সুবিধা ব্যবহার করে ঘাঁটিটি নৌ ‘ডিটাচমেন্ট’ হিসেবে পরিচালিত হবে, যেখানে দ্রুতগামী ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফ্ট ও নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফ্টের মাধ্যমে নজরদারি, প্রতিক্রিয়া ও প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করা হবে।বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগরে চীনের নৌপ্রভাব বৃদ্ধি, বাংলাদেশ–চীনের প্রতিরক্ষা সহযোগিতা এবং উপকূলীয় নিরাপত্তা ঝুঁকির কারণেই এই ঘাঁটির কৌশলগত গুরুত্ব বেড়েছে। প্রায় ১০০ নৌ কর্মকর্তা ও নাবিক নিয়ে পরিচালিত এই ঘাঁটি ভারতের পূর্ব উপকূলের সামগ্রিক নৌবিস্তারের অংশ হিসেবে কাজ করবে।