আইন-আদালত

বান্দরবানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি আলমগীর, সম্পাদক আবু হেনা রুমু

মো. শফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বান্দরবান জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এই কমিটি অনুমোদন দেন। আইনজীবী আলমগীর চৌধুরীকে সভাপতি ও মো. আবু হেনা মোস্তাফা কামাল (রুমু) কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি পদে এডভোকেট মোর্শেদুল ইসলাম রুবেল, এডভোকেট উম্যাসিং মার্মা, এডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া ও এডভোকেট মোহাম্মদ ইসমাইল। সহ-সাধারণ সম্পাদক পদে, এডভোকেট মামুন মিয়া, এডভোকেট মিজানুর রহমান ও এডভোকেট মো. আমিন উল্লাহ বিপ্লব। সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ ইব্রাহীম,এডভোকেট মো. ইকবাল হোসাইন ও এডভোকেট রোশনী বিনতে জহুর।

কমিটিতে অর্থ সম্পাদক এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে এডভোকেট রাজীব চন্দ্র ধর, সহ প্রচার সম্পাদক এডভোকেট মোঃ সোয়াইবুল ইসলাম, মহিলা সম্পাদক পদে এডভোকেট মেনুসাং মার্মা।সদস্যরা হলেন, এডভোকেট শামসুল হক রনি, এডভোকেট জয়নাল আবেদীন সম্রাট, এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম খান, এডভোকেট আজিজুল হাকিম, এডভোকেট আজিজুল রহমান ভুইয়া, এডভোকেট মোঃ আজিজুর রহমান ভূইয়া, এডভোকেট জান্নাতুল ফেরদৌস তানিয়া, এডভোকেট রবিউল হোসেন ইরান, এডভোকেট মোঃ আলী জওহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version