top1

ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন ঘোষণা ট্রাম্পের

Published

on

ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটিকে যুক্তরাষ্ট্রের কাছে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল হস্তান্তর করতে হবে।

বুধবার (০৭ জানুয়ারি) ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ কথা জানান। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেন, ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তী কর্তৃপক্ষ’ যুক্তরাষ্ট্রের কাছে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ‘উচ্চমানের’ অপরিশোধিত তেল বাজারদরে বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে এই পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তেলগুলো স্টোরেজ জাহাজে করে সরাসরি যুক্তরাষ্ট্রের আনলোডিং ডকে আনা হবে।

পোস্টে তিনি জানান, এই তেল বিক্রি থেকে পাওয়া অর্থ প্রেসিডেন্ট হিসেবে তার নিয়ন্ত্রণে থাকবে, তবে তা ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্র—উভয়ের কল্যাণে ব্যবহার করা হবে।

এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে দেশটিতে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগে ভেনেজুয়েলাকে ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরিয়ে আনা প্রয়োজন।

সোমবার (৫ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখনই নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি নেই। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে বলেও জানান তিনি।

তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না। যুক্তরাষ্ট্র লড়াই করছে মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ইস্যুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তারা কাজ করবেন। কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন—এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি’।

এদিকে নিউইয়র্কের আদালতে হাজির হয়ে মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করেছেন। তার আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

রদ্রিগেজ সহযোগিতা না করলে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যদিও তিনি মনে করেন এমন পরিস্থিতি নাও তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version