মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার পিস্তলসহ মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে। আটককৃত মনিরুজ্জামান মনি জেলার গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের বাসিন্দা।
রবিবার দিবাগত রাত ২ টা থেকে সােমবার সকাল ৬ পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এসময় মনিরুজ্জামান আটক করা হয়। এবং তার ঘরের ছাদ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর গাংনী ক্যাম্প।
সেনাবাহিনীর গাংনী সূত্র জানায়,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম মালসাদহ এলাকাস্থ মনিরুজ্জামান মনির বাড়িতে একটি অভিযান পরিচালিত হয়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে ১টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। সেই সাথে মনিরুজ্জামান মনিকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, আটককৃতের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।