top1

রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৬

Published

on

রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ৬০ ফিট আল মোবারক মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, কয়েকজনকে মসজিদে আটকে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও রয়েছেন।

ঘটনাস্থলে এখনো উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version