top1

শহীদ ওসমান হাদির গ্রাফিতিতে মূত্রত্যাগ, ক্ষোভ-অসন্তোষ

Published

on

পাবনার চাটমোহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গ্রাফিতিতে মূত্রত্যাগের ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সচেতন মহলে চরম ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মাতৃভূমি-৭১ নামের একটি রিলসে দেখা গেছে সাদা প্যান্ট,মেরুন জ্যাকেট পরিহিত এক যুবক শহীদ হাদির গ্রাফিতির উপর মূত্রত্যাগ করছে। পাশে দাঁড়িয়ে আরেকজন সেটি ভিডিও করছে। ওই ভিডিওর সাথে ‘রাজাকার আলবদর কিছুই রবে নারে, উপরে দালাল-ভেতরে চোর কিছুই রবে নারে, সব দালালরা ভাইসা যাইবো বঙ্গোপসাগরে…’ গান জুড়ে দেয়া হয়েছে।

এদিকে ওই এলাকার সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় গত ১ জানুয়ারি (স্থানীয় বালুচর মাঠে তফসিরুল কোরআন মাহফিল ছিল) দিবাগত রাত একটার দিকে ৫ যুবক চাটমোহর উপজেলার প্রবেশদ্বারের বাম দিকের সীমানা প্রাচীরে সড়কে দাঁড়ায়।

এ সময় এক যুবক চলে গেলেও বাকি ৪ যুবকের মধ্যে একজন গ্রাফিটির উপর মূত্র ত্যাগ করে একজন ভিডিও করে এবং দুই যুবক দাঁড়িয়ে রয়েছে। মূত্রত্যাগের পরপরই চার যুবক ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে মাতৃভূমি-৭১ রিলসে ওই ভিডিও ছড়িয়ে পড়লে সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং অসন্তোষ দেখা দেয়।

এ ব‍্যপারে ৩৬ জুলাই অমলিন সদস‍্য মো. হাসানুজ্জামান সবুজ জানান, গ্রাফিতির উপর মূত্রত‍্যাগের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। পরবর্তী কর্মসুচী গ্রহণ করা হবে। এদিকে এলাকাবাসী গর্হিত ওই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

উল্লেখ‍্য, ৩৬ জুলাই অমলিন ব‍্যনারে গত ২৬ ডিসেম্বর হাদি,সাঈদ,আবরার,মীর মুগ্ধর গ্রাফিতি আঁকা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version