top2

সরকারি শীর্ষ কর্মকর্তার নামে প্রতারণা, শামীম ওসমান গ্রেপ্তার

Published

on

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় ব্যবহার করে সরকারি প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে বিভ্রান্ত করার গুরুতর অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কাছে রাজনৈতিক নির্দেশনা ও অর্থ দাবি করার ঘটনায় এই অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।

সিআইডি সূত্রে জানা যায়, গ্রেপ্তার শামীম ওসমান নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ওই বার্তায় তিনি দাবি করেন, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়।

এ ছাড়া তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত তথ্য জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।

প্রতারণা করে গাড়ি নিয়ে উধাও রাজশাহীর যুবদল নেতা তন্ময়!
প্রতারণা করে গাড়ি নিয়ে উধাও রাজশাহীর যুবদল নেতা তন্ময়!
বিস্তারিত পড়ুন
হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাটি সন্দেহজনক মনে হওয়ায় রাজশাহী জেলা প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। এরপর সিপিসি ও সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন শাখা যৌথভাবে বিষয়টি তদন্তে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডির একটি বিশেষ দল খুব অল্প সময়ের মধ্যেই ভুয়া বার্তার উৎস শনাক্ত করতে সক্ষম হয়।

সিআইডি জানায়, সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে শামীম ওসমানকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার ব্যবহৃত মোবাইল নম্বর ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সিআইডির তথ্যমতে, শামীম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। তার অপরাধ ইতিহাস পর্যালোচনা করে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তির পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

এদিকে রাজশাহীর বাঘা থানায় শামীম ওসমানের বিরুদ্ধে পূর্বে জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে সাইবার নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version