ক্যাম্পাস

সিওয়াইবি রাবি শাখার উপদেষ্টা হলেন সালেহ মাহমুদ ও ইকবাল হোসেন

Published

on

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সালেহ মাহমুদ এবং মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) – রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি সাদমান প্যারিস, সাধারণ সম্পাদক কাজী মোজাদ্দেদী আলফে সানী ও অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে এই দুই শিক্ষককে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

নবনিযুক্ত উপদেষ্টাদের অভিনন্দন জানিয়ে সিওয়াইবি – রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে, আগামীতে সংগঠনটির কার্যক্রমে তাদের মূল্যবান সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করেছেন কমিটির সদস্যরা।

গত আট বছর ধরে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) রাবি শাখা ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন সময়ে সংগঠনটি ভোক্তা অধিকার অধিদপ্তরের সহায়তায় ক্যাম্পাসে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সিওয়াইবি হল সিইএস (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর যুব সংগঠন। বর্তমানে সারা দেশে সংগঠনটির ২ লক্ষের অধিক স্বেচ্ছাসেবক রয়েছে। এছাড়াও, সারাদেশে ৩৩৫টি থানা, ৬১টি জেলা এবং ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৯০টিরও অধিক কমিটি নিয়ে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে সিওয়াইবি-এর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version