আইন-শৃঙ্খলা

স্থায়ী বহিষ্কার হচ্ছেন ঢাবির চার আওয়ামীপন্থি শিক্ষক

Published

on

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকরা হলেন- অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মশিউর রহমান। তারা সবাই আওয়ামী লীগের শিক্ষক নেতা হিসেবে পরিচিত।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, তাদেরকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে সিন্ডিকেট। এক সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এরপর সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version