top1

হংকংয়ের কাছে নাটকীয় হার, তবুও এশিয়ান কাপ খেলতে বাংলাদেশের যে সমীকরণ

Published

on

স্পোর্টস ডেস্ক

এশিয়ান কাপ বাছাইয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। রুদ্ধশ্বাস উত্তেজনার এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হেরেছে হাভিয়ের কাবরেরার দল, যে হারে জামাল ভূঁইয়াদের এশিয়ান কাপে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেল।

গতকাল অনুষ্ঠিত ম্যাচে সাত গোলের রোমাঞ্চ শেষে ৪-৩ ব্যবধানে হারের হতাশায় মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এই পরাজয়ের ফলে গ্রুপের তলানিতেই পড়ে রইল দল।

প্রথম তিন ম্যাচ থেকে কোনো জয় তুলে নিতে না পারায় বাংলাদেশের পথচলা শুরু থেকেই কঠিন ছিল। হংকংয়ের বিপক্ষে এই হারে সেই পথ এখন পরিণত হয়েছে এক জটিল সমীকরণে। কাগজে-কলমে এখনও ক্ষীণ আশা টিকে থাকলেও ভাগ্য এখন আর জামালদের নিজেদের হাতে নেই।

গ্রুপের বর্তমান চিত্রে শীর্ষে রয়েছে হংকং। এরপর যথাক্রমে সিঙ্গাপুর ও ভারত। পয়েন্ট তালিকায় সবার শেষে বাংলাদেশ।

‘অসম্ভব’ এক সমীকরণের সামনে বাংলাদেশ

বাছাইপর্বের পরবর্তী ধাপে যেতে হলে বাংলাদেশকে এখন প্রায় অসম্ভব এক সমীকরণ মেলাতে হবে। প্রথম শর্ত, বাকি থাকা তিন ম্যাচের সবকটিতেই জিততে হবে। প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। এর কোনো একটিতে পয়েন্ট হারালেই বিদায় নিশ্চিত হয়ে যাবে।

তবে শুধু নিজেদের তিন জয়েই চলবে না। বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর ম্যাচের ফলাফলের দিকেও। বিশেষ করে, সিঙ্গাপুর যদি বাংলাদেশের কাছে হারের পাশাপাশি অন্য ম্যাচেও পয়েন্ট হারায়, তবেই একটি সুযোগ তৈরি হতে পারে জামালদের জন্য।

সব মিলিয়ে বাংলাদেশকে এখন নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার পাশাপাশি ভাগ্যের সহায়তাও লাগবে। আগামী ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগের ম্যাচ দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই শুরু করবে বাংলাদেশ। এরপর নভেম্বরে ভারতের বিপক্ষে এবং আগামী বছরের মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে দল। প্রতিটি ম্যাচই এখন কাবরেরার শিষ্যদের জন্য এক একটি অগ্নিপরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version