বিনোদন ডেস্ক : বাংলা অলটাইম নিউজ ডটকম,
বিশেষ প্রতিনিধি:-এক বছর আগে প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাফা কবিরের মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’। প্রকাশ পেয়েছিল ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ইউটিউব ভিউ হয়েছে ২ কোটি ২০ লাখের বেশি। এ গান লিখেছিলেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ।
গেয়েছেন ইমরান আর মডেল হয়েছেন সাফা কবির। ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ঠিক একই টিম নিয়ে আবারও নির্মিত হলো আরেকটি মিউজিক্যাল প্রজেক্ট। এর নামÑ আমার কাছে তুমি অন্যরকম। প্রকাশ পাচ্ছে ৫ ফেব্রুয়ারি। ভিডিওটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, এমনিতেই আমরা কাজ কম করি; কিন্তু মানের বিষয়ে বরাবরই সচেতন থাকি।
এবারের ভিডিওতেও থাকছে প্রেমময় গল্পের ছাপ। থাকছে বিশেষ কিছু চমক। শিল্পী ইমরান বললেন, আমার গান নিয়মিত প্রকাশ পাচ্ছে। তবে আমার আর সিএমভির কাজের বিষয়টা বরাবরই একটু আলাদা। মানে আমরা দুই পক্ষ এক হয়ে খুব কম কাজ করেছি। অথচ যে কয়টা করেছি তার সবগুলোই সফল।