সন্তানের হাতে পিতা খুন ; পুত্র আটক পুলিশের হাতে

সন্তানের হাতে পিতা খুন ; পুত্র আটক পুলিশের হাতে

মেহেরপুরের গাংনীতে পিতাকে হত্যার দায়ে পুত্র সুজন(৩৫)কে আটক করেছে পুলিশ।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশের মাঠ থেকে তাকে আটক করে। আটককৃত সুজন উপজেলা তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কালিতলা কল্যাণপুর গ্রামের মৃত আফেল উদ্দীনের ছেলে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল সকালে সুজন তার পিতাকে হাসুয়া (দেশিও অস্ত্র) দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টীম বাড়ির পাশে মাঠে অভিযান চালিয়ে সুজনকে আটক করে।

উল্লেখ্য গত শনিবার(২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে তার নিজ বাড়িতে সুজন তার পিতা আফেল উদ্দীনকে হাসুয়া(দেশিও অস্ত্র) দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত আফেল উদ্দিন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কালিতলা কল্যাণপুর গ্রামের মৃত ইয়াদ উদ্দিনের ছেলে।