কুষ্টিয়া পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৭৪ জন

কুষ্টিয়াতে বাংলাদেশ পুলিশে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টি আরসি) পদে নিয়োগ পেলো ১২০ টাকা খরচ করে ৭৪ জন। কুষ্টিয়া পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপে এই নিয়োগ প্রক্রিয়া সম্ভব হয়েছে বলে জানা যায়। এর মধ্যে পুরুষের সংখ্যা ৬৯ জন এবং মেয়েদের সংখ্যা ৫ জন।

এ নিয়োগ কমিটির সদস্য ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার-কামরুল হাসান, মাগুরা জেলা পুলিশ(অর্থ ও প্রশাসন), ফিরোজ কবির অতিরিক্ত পুলিশ সুপার,(ডিএসবি) যশোর জেলা পুলিশ।

আজ কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে ব্রিফকরে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, রাষ্টীয় কাজে আজকে যাদের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হলো এরা প্রতেককেই আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করবে বলে আমি মনে করি।

নিয়োগ প্রক্রিয়া কোন অর্থের বিনিময়ে কাউকে চাকুরী দেওয়া হলো কিনা যানতে চাইলে পুলিশ সুপার বলেন, আজ আমার হস্তক্ষেপে যারা চাকুরী পেলো এদের পরিবার বা কেউ বলতে পারবেনা এদের কাছ থেকে কোন রকমের অর্থ নেওয়া হয়েছে,শুধু মাত্র তাদের খরচ হয়েছে ১২০ টাকা। এছাড়া তাদের কোন টাকা পয়সা লাগেনি।

সদ্য কনস্টেবল পদে নিয়োগ পাওয়া  মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমার চাকরির জন্য শুধু মাত্র ১২০ টাকা খরচ হয়েছে এ ছাড়া আমার আর কোন টাকা পয়সা খরচ হয়নি, আমার যোগ্যতার কারনে কুষ্টিয়া পুলিশ সুপার স্যার আমাকে চাকুরী দিয়েছেন।

মোঃ আমিরুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের। তিনি বলেন, আমার কনিষ্ঠ ছেলে বাহারুল ইসলাম বিদুৎ এর চাকুরী এত সহজে মাত্র ১২০ টাকায় হবে আমার জানাছিলনা। কুষ্টিয়ার পুলিশ সুপার মহোদয় অত্যান্ত ভালো মনের মানুষ আমি তার মঙ্গল কামনা করছি।