স্বাধীনতার ৫২ তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক আলোচনা সভা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহরিয়ার কবির। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম (সভাপতি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুষ্টিয়া জেলা)।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবীদ মমতাজ লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকর্মী কাজী মুকুল।
আলোচনা সভা ও জেলা কমিটির সম্মেলন সঞ্চলনা করেন এডভোকেট মো সাইফুর রহমান সুমন। ( সাধারণ সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুষ্টিয়া জেলা)।
এসময় সংখিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্যারেস্টার আমীর-উল ইসলাম। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
এসময় জেলা সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ।