ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ চিরদিন প্রেরণার শক্তি যোগাবে : ডিসি সাইদুল ইসলাম

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নির্মিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালে সকাল-০৭.৩০ ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ করেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া এবং  মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালনসহ দোয়া অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া,কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা।