খোকসা ডিজিটাল ডক্টর চেম্বারের, উদ্যোগে আগামী ১০ই মার্চ রোজ শুক্রবার ফ্রি হেলথ ক্যাম্পেইন

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতন্ত গ্রামের নিম্ন আয়ের মানুষের, উন্নত চিকিৎসার সুফল সবার মাঝে ছড়িয়ে দিতে খোকসা ডিজিটাল ডক্টর চেম্বার আছে আপনার পাশে।

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার  অসহায় ও দরিদ্র মানুষ  জন্য আগামীকাল শুক্রবার পাবেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা। দেশের নতুন বেসরকারি খোকসা ডিজিটাল ডক্টর চেম্বার, উদ্যোগ নিয়েছে।

উক্ত ফ্রি হেলথ ক্যাম্পেইন এ পরামর্শ দিবেন ডাঃ সুস্মিতা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খোকসা, এবং ডাঃ আব্দুল্লাহ আল ইমরান আনোয়ার খান, মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। উন্নত মানের ফ্রি চিকিৎসা নিতে আজই সিরিয়াল দিন খোকসা ডিজিটাল ডক্টর চেম্বারের হটলাইনে৷

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে খোকসা ডিজিটাল ডক্টর চেম্বারের পরিচালক বৃদ্ধ বলেন, ‘সমাজের অনেক অসহায়, দরিদ্র মানুষ আছে যারা দু’বেলা দুমুঠো খাবার ঠিকমতো পায় না। তারা অসুস্থ হলে চিকিৎসা সেবা না পেয়ে ধুঁকে ধুঁকে মারা যান। আর অন্যদিকে ওই পরিবারগুলো হয়ে পড়ে অসহায় ও অভিভাবকহীন। তাদের কথা ভেবে আমরা ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ এই চিকিৎসা সেবা কার্যক্রম হাতে নিয়েছি।

পৃথিবী এগিয়ে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা আধুনিক হচ্ছে। সে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুফল সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা এসেছি খোকসা উপজেলার , কুষ্টিয়াতে। যেন কেউ এই সুফল থেকে পিছিয়ে না থাকে বঞ্চিত না হয়। এই লক্ষ্যে আগামী ৩রা মার্চ, ২০২৩ খোকসা সরকারি কলেজের বিপরীতে “খোকসা ডিজিটাল ডক্টর চেম্বার” উদ্বোধন করা হয়েছে ।

এ উপলক্ষে – ফ্রি ডক্টর কনসালটেশন।
প্যাথলজিক্যাল ল্যাব টেস্টে পাবেন ২৫% ডিসকাউন্ট।

খোকসা ডিজিটাল ডক্টর চেম্বার এর উদ্যেগে আগামী ১০ই মার্চ রোজ শুক্রবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফ্রি হেলথ ক্যাম্পেইন অনুষ্টিত হবে।

আজই রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করতে আমাদের হটলাইনে ফোন দিন।

☎️হটলাইন:  0161353400

সবাইকে ভিজিটের সাদর আমন্ত্রণ।