কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে বিদ্যালয় চত্তরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা থাকতে হবে। সুস্থ শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। শুধু পাঠ্যপুস্তকে নয়, মানসিক স্বাস্থ্য গঠনে খেলার মাঠেও থাকতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে খেলার মাঠমুখি করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসকের সহধর্মিণী আইরিন আক্তার বলেন, আমাদের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বিভাগীয় ও জাতীয় পর্যায়ে স্বর্ণজয় করেছে। খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। স্কুল ও মাদ্রাসা পর্যায়ের খেলাধুলায় কুষ্টিয়া কালেক্টরেট স্কুল গৌরবময় অধ্যায় রচনা করেছে। আগামীতে আরও সাফল্য বয়ে আনবে।
এজন্য যতরকম পৃষ্ঠ পোষকতার প্রয়োজন তা আমরা করবো। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসরিন বানু, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আখতার রেইনি, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, উপাধ্যক্ষ কাজী শারমিন নেওয়াজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বরূপ কুমার মহুরী সহ সকল নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ।
এসময় বিদ্যালয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি ও অধ্যক্ষ।