কুষ্টিয়া প্রতিনিধি ঃ
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের খড়িবোনার মাঠ থেকে মনিরুল ইসলাম এর ছেলে সোহাগ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
এ বিষয়ে সোহাগের চাচা বাংলা অলটাইম নিউজ কে বলেন, গতকাল শনিবার দুপুরে বাড়ি থেকে মাছ ধরার কথা বলে বের হয়। রাত গভীর হয়ে গেলেও বাড়িতে না আসায় অনেক খোঁজাখুজি করে পাওয়া না গেলে,বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানিয়ে রাখি । আজ দুপুর ২টার দিকে মসলেম ফকিরের ছেলে তাহের আলী মাঠে ঘাস কাটতে গিয়ে আমির হোসেনের জমির মাঝে সোহাগকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দিলে । আমরা ঘটনা স্থলে গিয়ে দেখি সোহাগের দেহ মৃত অবস্থায় পড়ে আছে।
সোহাগের পিতা মনিরুল বাংলা অলটাইম নিউজ কে বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার শত্রুরা হয়ত আমার ছেলেকে হত্যা করেছে। এটা একটি পরিকল্পিত হত্যা কান্ড। সঠিকভাবে তদন্ত করে এই হত্যা কান্ডের ঘটনার আসল তথ্য বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি আমার।
এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ মন্ডল গণমাধ্যমকে বলেন,গতকাল সোহাগের পরিবারের লোকজন আমাকে বলেন সোহাগকে পাওয়া যাচ্ছে না । আজ খবর পেলাম মাঠের মাঝে তার লাশ পড়ে আছে। তবে তাদের অন্য কোন বিষয়ে আমার জানা নাই।
ঘটনাস্থল পরিদর্শন করে দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বাংলা অলটাইম নিউজ কে জানান, লাশ উদ্ধার করা হয়েছে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।