কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি সদস্য’কে কুপিয়ে হত্যা: আটক ১

আবু তালহা রাসেল : কুষ্টিয়া :-

পূর্বশত্রুতার জের ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় কাজল হোসেন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার, নিহত হয়েছেন । নিহত কাজল হোসেন দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বর্তমান সদস্য।

প্রতিপক্ষের হামলায় নিহত, কাজল হোসেন (৪৫) নামে ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার

গত কাল, ১৫ মার্চ সন্ধ্যা ৬:৩০ মিনিটে প্রতিপক্ষের বাড়ির সামনে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় সাধারণ জনগন তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর আনুমানিক ৫ টার সময় তার মৃত্যু বরন করেন । ইউপি মেম্বারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাট। হামলা ও লুটপাটের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর নিয়ে, জানা যায়, গত কাল ১৫ মার্চ দুপুরে কাজল হোসেনের (মেম্বার ) ভাতিজা ও তার সাথে থাকা সহোযোগিরা প্রতিপক্ষ আব্দুল মাবুদের ছেলে সোহাগ ও তার ভাতিজা বিজয়কে মারধোর করে। এই ঘটনা আপোষ মিমাংসা করার জন্য কাজল মেম্বার গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে আব্দুল মাবুদ হাঁসুয়া দিয়ে ঘাড়ের পিছনে কোপ দেয়।

এ বেপারে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, কিছুদিন আগে এক বিয়ে বাড়িতে কাজল মেম্বারের ভাতিজা ও ভাগিনা, মাবুদের ছেলে ও ভাতিজাকে মারধোর করে, গতকাল আবারো মাবুদের ছেলে ও ভাতিজাকে মারধর করে কাজল মেম্বারের ভাতিজারা।

এই ব্যপারটি স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য কাজল মেম্বার আসামিদের বাড়ির পাশে গেলে আব্দুল মাবুদ ধারালো হাঁসুয়া দিয়ে উপর্যুপরি কোপ দেয় এতে কাজল মেম্বার আহত হন।

এ বিষয়ে রাতেই ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। মামলা রুজু হলে তদন্ত কারি কর্মকর্কা, একজন আসামিকে আটক করে । পরবর্তীতে আহত ব্যাক্তী মৃত্যু বরন করায়, হত্যা মামলার ধারা যুক্ত সহ বাকি আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।