মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্ট দের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট মাদ্রাসা পাড়া মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বেলা ৩ টায় মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সম্মেলন কক্ষে পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্ট দের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডাঃ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট শিল্পপতি এম এ খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর চায়না বেগম। এ সময় বক্তারা বলেন পল্লী চিকিৎসার মাধ্যমে মানুষ তৎক্ষণাৎ চিকিৎসা পেয়ে থাকে একটা রোগী মারাত্মকভাবে আহত হওয়ার সাথে সাথে প্রাথমিক যে চিকিৎসা পেয়ে থাকে সেটা পল্লী চিকিৎসকদের মাধ্যমে। অতএব আমরা পল্লী চিকিৎসকদের সবসময় সম্মান জানাবো।

সেই সাথে মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই । প্রত্যন্ত এলাকায় এত সুন্দর একটা আধুনিক হসপিটাল গড়ে উঠেছে এই হাসপাতালের মাধ্যমে অনেক অসহায় দুঃস্থ মানুষ চিকিৎসা নিবে। আমরা এই প্রতিষ্ঠানের কাছে দাবী জানাবো স্বল্প মূল্যে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার বিশেষ অনুরোধ জানাবো। মানুষদের কষ্ট করে দূরে আর যেতে হবে না হাতের কাছেই স্বল্প মূল্যে আধুনিক চিকিৎসা নিতে পারবে স্বল্প মূল্যে।

এ সময় এলাকার গণমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকা থেকে আসা পল্লী চিকিৎসক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।