কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক বাজার এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার ২ নং আসামি ইলিয়াসকে (৩০) গ্রেফতার করেছে র্যাব – ১২ ।
তিনি একই এলাকার ফরিজুলের ছেলে।
মঙ্গলবার (৯ মে ) সন্ধ্যায় মিরপুরের চক বাজরে অভিযান চালিয়ে ঔষধের দোকান থেকে তাকে গ্রেফতার করে র্যাব ১২- র চৌকস অভিযানিক টিম। অভিযানে কুষ্টিয়া র্যাব ১২-র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাব ১২-র সদস্যরা অংশগ্রহন করেন ।
এলাকাবাসী সূত্রে জানা যায় ,কুষ্টিয়া মিরপুর থানাতে গত ৯ই মে মিরপুর থানাধীন চক গ্রামের মেয়ে বৃষ্টি খাতুন বাদী হয়ে এজাহার দায়ের করেন।
বিষয়টি অলটাইম নিউজ কে নিশ্চিত করেন র্যাব – ১২ র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান । আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামিকে জেলহাজতে পাঠানো হবে।
তিনি আরো বলেন সকল প্রকার অপরাধ দমনে ও অপরাধীদের ধৃত করতে এ অভিযান অব্যাহত আছে।