কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি হাইস্কুল মাঠের গত ২০ই মে ২০২৩ ইং তারিখে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তানজিল(১৮) নামের একজনকে হত্যা করে তারই সহপাঠী ঈমন (ওবাইদা) ১৯।

ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে তানজিল কে হত্যার দায়ে অভিযুক্ত করে (২২ই মে ২০২৩) নিহতের পিতা মো: মনিরুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ২৪ তারিখঃ ২৮ই মে ২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
উক্ত হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় র্যাব ১২ আসামীদের গ্রেফতারের গোয়েন্দা নজরদারি জোরদার করে ।
এরই ফলশ্রুতিতে সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র্যাব-১২’র একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকান্ডের এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি ইমন (ওবাইদা) (১৯) পিতা- মিলন হোসেন সাং-পান্টি থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া, কে গতকাল (২৩ মে ২০২৩) তারিখ দিবাগত রাত আনুমানিক দুই (২) ঘটিকার সময় খুলনার রেল স্টেশন এলাকা হতে আটক করে ।
পরবর্তীতে আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করে র্যাব ।
বিষয়টি নিশ্চিত করেন সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র্যাব-১২’র স্কোয়াড লিডার ইলিয়াস আলী খান ।