নিজেস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় অদ্য ০৫ জুলাই ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ০৩:১৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন রানাখড়িয়া গ্রামস্থ মেসার্স জ্যোতি ফিলিং ষ্টেশন এর সামনে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উদ্ধার কৃত ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
অভিযান পরিচালনা কালে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা যাহার মূল্য আনুমানিক ৬,৫০,০০০/- (ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সহ ০২ জন আসামি ১। মোঃ এরশাদুল হক (৩৪), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং-পশ্চিম রায়গঞ্জ, থানা-নাগেশ্বরী । অপর আসামি ২। মোঃ মোস্তাক (২৫), পিতা-মোঃ মাহাআলম, সাং-টেপারকুটি মোল্লাপাড়া, থানা-কচাকাটা, উভয় জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব উল্লেখ করেন, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।