খুলনা : খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে সামনের ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় এখনও উভয় পক্ষ অনঢ় অবস্থানে রয়েছে। সোমবার (১৪আগস্ট) রাত থেকে বুধবার (১৬আগস্ট) গভীর রাত পর্যন্ত যেমন হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং ওষুধের দোকানগুলো বন্ধ ছিল তেমনি বুধবার ও দুই পক্ষ পৃথক পৃথক অবস্থান কর্মসূচি পালন করে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেএদিকে খুলনা মেডিকেল কলেজের সচিব মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি মামলার এজাহার দেয়া হয়েছে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায়। আরজিতে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে এতে।