কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে ডাকাতিয়া নদীতে ডুবে দুই ভাই ও বোন নিহত হয়েছে। পরিবারের ভাষ্য, তারা নদীতে নৌকা ভ্রমণে গিয়েছিল।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা।
নিহতরা হলেন- উপজেলার ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের সদ্য এসএসসি পাশ করা ছেলে তানভীর রহমান (১৬) ও মেডিকেল কলেজ পড়ুয়া মেয়ে অনামিকা রহমান ওরফে অরণ্য আক্তার (২০)। তারা পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন।
গুণবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার তানভীর ও অনামিকা পরিবারের সঙ্গে নানা আবুল হাসেমের বাড়িতে বেড়াতে আসেন। সকালে মামাত ভাইদের সঙ্গে ডাকাতিয়া নদীতে নৌকায় করে ঘুরতে যান তারা। “এ সময় প্রবল বাতাসের কারণে তাদের নৌকাটি উল্টে নদীতে ডুবে যায়। তাদের মধ্যে চারজন সাঁতরে নদীর তীরে উঠে আসে। তবে সাঁতার না জানায় নদীতে তলিয়ে যান তানভীর ও অনামিকা।
খবর পেয়ে গ্রামবাসী পাঁচ ঘণ্টার চেষ্টায় তানভীরকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে অনামিকাকে না পেয়ে চৌদ্দগ্রাম ও চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ছয় জন ও চাঁদপুরের ছয়জন নদীতে ১৫ মিনিট তল্লাশি চালিয়ে অনামিকার মরদেহ উদ্ধার করেন।
সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি শুভ রঞ্জন চাকমা।