পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় বুশরা আক্তার (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া বাজার সংলগ্ন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুশরা উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের স্বপন খানের মেয়ে ও উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য
আব্দুল জলিল হাওলাদারের মেয়ের ঘরের নাতি।এ সময় পেছনের দিক থেকে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল জানান, ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, ঘাতক অটোরিকশার চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বুশরা ওই দিন সন্ধ্যার দিকে তার মায়ের সঙ্গে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের রাস্তা দিয়ে নানাবাড়ি যাচ্ছিল।