সুমন চন্দ্র রায়
আদিতমারী উপজেলা প্রতিনিধি, লালমনিরহাটঃলা
লমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অটোরিক্সা ছিনতাই করে চালক আব্দুর রাশিদ(৪০) কে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ স্বর্নামতি নদী থেকে উদ্ধার করে পুলিশ।
সোমবার (২১ আগষ্ট ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার স্বর্ণামতি নদীর কান্তেশ্বর ব্রীজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রাশিদ পার্শ্ববর্তী বালাপাড়া গ্রামের খোর্শেদ আলম ছেলে।
জানা যায়, গত রবিবার বিকেলে আব্দুর রাশিদ অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। গভীর রাতেও সে বাড়ি না ফেরায় পরিবারের সন্দেহ সৃষ্টি হলে বিভিন্ন যায়গায় খোঁজখবর করতে থাকেন। সোমবার সকলে বাড়ির অদূরে স্থানীয়রা স্বর্ণামতি নদীর কান্তেশ্বর ব্রীজের নিচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ব্রীজের নিচ থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন অটোরিক্সা চালক আব্দুর রাশিদের মরদেহ সনাক্ত করে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস্) আলমগীর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসে নদী থেকে আব্দুর রাশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে তার অটোরিক্সা টি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপরাধিদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছেন।
এ বিষয় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।