অধিগ্রহণকৃত জমির মূল্য বৃদ্ধির দাবীতে
চিলাহাটিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন।
মোঃ শাহাজাহান বিপ্লবী সুমন, (নীলফামারী) সংবাদদাতাঃ
ডোমার উপজেলার চিলাহাটি বসুনিয়া পাড়া গ্রামে লুপ লাইন ও ওয়াসফিট
নির্মানের জন্য চিলাহাটি ও চান্দখানা মৌজার ২.৮৬ শতাংশ জমি রেল অধিগ্রহন
করে কিন্তু জমির মূল্য সঠিক না হওয়ার কারনে দীর্ঘ দিন থেকে জমি দখল ও
অধিগ্রহন প্রক্রিয়া থেমে আছে, ফলে রেলের নির্মান কাজ বন্ধ আছে।
গতকাল চিলাহাটি রেলওয়ে ষ্টেশনের অদুরে বসুনিয়া পাড়ায় জমির মালিকগণ তাদের
জমির প্রাপ্য মূল্য বৃদ্ধির দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন ক্ষতিগ্রস্থ
জমির মালিকগণ ও স্থানীয় জনগণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক বীর মুক্তিযোদ্ধা আবু
তাহের বসুনিয়া ও শিক্ষক রাজিউল আলম বসুনিয়া। এই সময় জমির অন্যান্য মালিক
রোমান,টিপু,আরিফুল,ফারুক,এরসাদ,সেরাজুল ও শাজাহান উপস্থিত ছিলেন। তারা
চিলাহাটি ও চান্দখানা মৌজায় গত চার বছরে যে মূল্যে কৃষি,অকৃষি, ডাঙা,
ডোবা ও ভিটা জমি রেজিষ্ট্রারী হয়েছে তার অনেক কম মূল্যের রেল কৃতপক্ষ
আমাদেরকে মূল্যের নোটিফিকেসন দিয়েছেন। আমরা তা গ্রহন করিনি,
বর্তমানে বাজার মূল্য এবং গত চার বছরের এই দুই মৌজায় যে মূল্যে জমি বেচা-
কেনা হয়েছে আমাদেরকে সেই মূল্য পরিষদ করা হোক। এ ব্যপারে তারা রেল কৃতপক্ষ
জেলা প্রসাশক ও রেল মন্ত্রীর নিকট জোর দাবী জানিয়েছেন।
জমি অধিগ্রহন প্রক্রিয়া শেষ না হওয়ার কারনে চিলাহাটি রেলষ্টেশনে লুপ লাইন ও
ওয়াসফিটের কাজ বন্ধ রয়েছে। জমির মালিকরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করতে
দিচ্ছে না। তাই এলাকার সাধারণ মানুষ জমি অধিগ্রহন প্রক্রিয়ায় মালিকদের
সঙ্গে সমঝোতায় এসে দ্রুত কাজটি সমাধান করার জন্য স্থানীয় প্রশাসন ও
রেলকৃতপক্ষকে অনুরোধ জানিয়েছেন। যাহাতে দ্রæত অধিগ্রহন প্রক্রিয়া শেষ
করে চিলাহাটি উন্নয়নে রেলের অসমাপ্ত কাজ গুলো সমাধান করা হয়।