অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. জসিম মুন্সীকে (৪১) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল।
অভিযানে অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি জসিমকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামির নামে শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২০১০ সালে একটি অপহরণ মামলা হয়।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি জসিমের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।
আসামি জসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।