চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে এক মাদককারবারীকে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা’র নির্দেশে এসআই নীতিশ বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সনিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতার করে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলামকে(৪২)। গ্রেফতারকৃতের কাছ থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। যার মূল্য অনুমান ৩ হাজার ৫ শ টাকা। এ ঘটনায় এসআই নীতিশ বিশ্বাস গ্রেফতারকৃত রবিউলের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।