চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাতিলা গ্রাম থেকে ৫ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে আটক করতে পারেনি পাচারকারীকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিৎ করেন ঝিনাইদহের মহেশপুরর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে ব্যাটালিয়নের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান চালান জীবননগর উপজেলার পাতিলা গ্রামে। ওই এলাকায় সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করলে মোটরসাইকেল ফেলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে বিজিবি। এসময় চালকের কোমরে থাকা কাপড়ের তৈরি সাদা বেল্ট ছেড়ে কৌশলে পালিয়ে যায়। বিজিবি বেল্টের মধ্যে থেকে ৫ কেজি ৪৭৮.৯৭ গ্রাম ওজনের সোনা উদ্ধার করে।
যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার ৭শ টাকা। এ ঘটনায় একজনকে পলাতক আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা সোনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।