চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার জামায়াত-বিএনপি’র ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। মঙ্গলবার ভোরে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিৎ করেছেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। ওসি বিপ্লব জানান, মঙ্গলবার রাতে জামায়াত-বিএনপির নাশকতামূলক কর্মকান্ড রোধে জামাত বিএনপি’র বিভিন্ন কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কুড়ুলগাছি ইউপি জামায়েত সদস্য হাফিজুর রহমান (৪৫), চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক রকিবুল হাসান (২৮), তিতুদহা ইউনিয়ান বিএনপির সদস্য রবিউল ইসলাম( ৫০) শহিদুল ইসলাম (৬০), ইব্রাহিম হোসেন (৩৬),আশরাফুল হক জাকির (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক শামসুল হক(৫৫) কে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।।