চুয়াডাঙ্গাপ্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে গণ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১ টার দিকে দর্শনা পৌর সভার আয়োজনে পৌর হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণ সচেতনতামূলক সভার সভাপতিত্ব করেন পৌর মেয়র আতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন, দর্শনা ডিএস ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দীন মাওলানা, সাবেক কেরুজ শ্রমিকনেতা সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা মোজহারুল ইসলাম, সফিকুল আলম, শিক্ষক হারুন অর রশিদ, গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।