চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন দামুড়হুদা উপজেলার সুধীজন ও সরকারি কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, দামুড়হুদা উপজেলা আ লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আ. লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম প্রমুখ।