1. [email protected] : maruf :
  2. [email protected] : shishir :
  3. [email protected] : talha : Md Abu Talha Rasel
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:৩৫|

ঈশ্বরদীতে অটোভ্যান উল্টে শিক্ষার্থী নিহত, আহত ১১।

সজিব হোসেন
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৫৬ Time View

ঈশ্বরদীতে প্রতিনিধিঃ ঈশ্বরদীতে যাত্রীবাহী ব্যাটারীচালিত অটোরিক্সা উল্টে ১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দড়গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন (১৫) উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর এলাকার আব্দুল মজিদ হাজির ছেলে এবং বক্তাপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষসূত্রে জানা যায়, ভোরবেলা পেয়ারা বাগানে কাজের উদ্দেশ্যে ব্যাটারী চালিত অটোভ্যান যোগে সলিমপুরের বক্তারপুর থেকে ১২ জন শ্রমিক জিগাতলা যাবার জন্য দাশুড়িয়ার দরগাপাড়া অতিক্রম করার সময় আকস্মিকভাবে এক বৃদ্ধ রাস্তা পাড় হওয়ার সময় ভ্যানের সামনে পড়ে। এসময় ভ্যান চালক তাকে বাঁচাতে গিয়ে ব্রেক করলে ভ্যানটি উল্টে যায় এবং সকল যাত্রীয় আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আবিরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আবির পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021