বাঘাইছড়ি, রাংগামাটি পার্বত্য জেলাঃ শনিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য জাফর আলী খান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুলতান আহমেদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাচালং কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, পৌর ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সানি দেব, যুব মহিলা লীগের সভাপতি মনিরা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাছের, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, রাঙ্গমাটি জেলা আওয়ামীলীগের সদস্য পদ্মাদেবী চাকমা প্রমুখ।
প্রধান অথিতির বক্তাবে বৃষকেত চাকমা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন।প্রধানমন্ত্রী উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগের জয়ের ধারা বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেতা বাবু দীপংকর তালুকদার এমপি কে, দ্বাদশ জাতীয় ২৯৯নং সংসদ নির্বাচনে আবারো তাকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহব্বান জানান।